বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, যার কারণে দল-মত নির্বিশেষে তিনি সবার প্রিয় মানুষ হিসেবে পরিচিত।’
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশে ছাত্রদলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা, প্রতিহিংসা বা ক্রোধ নেই। সে কারণে দেশের সব শ্রেণি-পেশার মানুষ তাকে শ্রদ্ধা করে। তিনি সবসময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সেই সংগ্রামী, দেশপ্রেমী মানুষটি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।’
তিনি দেশের সকল মানুষের কাছে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চান।
ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন: পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এবং থানা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ছাত্রদলের পক্ষ থেকে একটি ছাগল সদকায়ে জারিয়া দেওয়া হয়।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন