ইসলামের লেবাসে চাকরির প্রলোভন দেখিয়ে একটি রাজনৈতিক দল সাধারণ মানুষের ভোট নেওয়ার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মপল্লী এলাকায় চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ইসলামের লেবাসে একটি রাজনৈতিক দলের নারী কর্মীরা মানুষের ঘরে যাচ্ছেন ডেঙ্গুবিষয়ক সচেতনতার বার্তার নাম করে। এ সময় তারা ওই ঘরের ভোটার সংখ্যা জেনে নারীদের ভুল বুঝিয়ে ছেলে-মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে ভোট প্রার্থনা করছেন। এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’ ওই রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ভোট চাইতে হলে প্রকাশ্যে ভোটের মাঠে আসুন। ইসলামের লেবাসে প্রলোভন দেখিয়ে ভোট নেওয়া যাবে না। আপনারা স্বাধীনতাবিরোধী, ব্রহ্মপুত্র নদে গোসল করে ক্ষমা চান। জনগণ মাফ করবে কি না, তারা বিবেচনা করবে।’
খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়ার আবেদন জানিয়ে ধানের শীষের এই প্রার্থী আরও বলেন, ‘বেগম জিয়া জীবন বাজি রেখে এই দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছেন। দেশ এবং জনগণের স্বার্থ নষ্ট করে তিনি কখনো আপস করেননি। আজ দেশের এই কঠিন সময়ে বেগম জিয়াকে অনেক বেশি প্রয়োজন। কারণ তিনি শুধু বিএনপির নেত্রী নন, বরং তিনি সব দল-মত-নির্বিশেষে মানুষের নেত্রী—গণতন্ত্রের নেত্রী। আসুন আমরা সবাই বেগম জিয়ার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন নেত্রীকে সুস্থতার সঙ্গে দীর্ঘায়ু দান করেন।’
স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নগরীর ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নেছার আহম্মেদ। যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন দারা এবং জামান আবেদীন জামানের যৌথ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও প্রবীণ বিএনপি নেতা নজরুল ইসলাম ভূইয়া, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না, দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান, কৃষকদল নেতা সুলতান আহম্মেদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান রানা, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

-20251205195845.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন