বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে একটি ছাগল নিয়ে যাওয়ার অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়েছে। ঘটনাটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সীমান্তের শূন্যরেখার কাছ থেকে একটি ছাগল ভারতীয় অংশের দিকে নিয়ে যাচ্ছেন বিএসএফ সদস্যরা। এ সময় স্থানীয় কয়েকজন যুবক দূর থেকে পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন।
ঝাপসা ফুটেজে ছাগলটিকে ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডের দিকে নিয়ে যেতে দেখা যায়।
ভিডিও ধারণকারী ব্যক্তিকে বলতে শোনা যায়, আমাদের ছাগলটা এভাবে নিয়ে যাচ্ছে। ভিডিওটি মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং এতে হাজারো মানুষ মন্তব্য ও প্রতিক্রিয়া জানান।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, ঘটনাটি আমরা নিজের চোখেই দেখেছি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সবাই ক্ষুব্ধ হয়ে উঠেছে। সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা মাঝেমধ্যেই ঘটে, কিন্তু এবার প্রমাণসহ সামনে আসায় মানুষের প্রতিক্রিয়া বেশি।
এ বিষয়ে সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন