ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

‘কোটি টাকা’ দামের বিরল তক্ষকসহ পাচারকারী গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০২:৫২ এএম
পাচারের সময় উদ্ধার হওয়া তক্ষক

বিরল প্রজাতির তক্ষকসহ খোকন হোসেন নামের এক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বাগেরহাটের মোংলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক খোকন হোসেন মোংলার সেলিম হোসেনের ছেলে।

কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।