ইতালিতে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় মাদারীপুরের শিবচর উপজেলার প্রায় এক ডজন যুবক নিখোঁজ হয়েছেন। স্বপ্নের দেশ ইতালিতে পৌঁছানোর উদ্দেশ্যে লিবিয়া থেকে সাগরপথে যাত্রা শুরু করলেও এক মাসেরও বেশি সময় ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় জানা যায়, ইতালিগামী ট্রলারটি সাগরে ডুবে গেছে।
নিখোঁজ যুবকদের মধ্যে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন বাঁশকান্দি ইউনিয়নের ফারহান খান রোমান (২৪), মুন্সীকান্দির মুন্না এবং শিবচর পৌর এলাকার মেহেদী (২৩)।
তাদের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দালাল কুদ্দুসের প্রলোভনে পড়ে ২২ লাখ টাকার চুক্তিতে গত ৩ অক্টোবর বাড়ি ছাড়েন রোমান। প্রথমে তাকে ওমরাহ পালনের কথা বলে সৌদি আরবে নেওয়া হয়। পরে কুয়েত ও মিসর হয়ে তাকে লিবিয়ায় পৌঁছে দেওয়া হয়।
শনিবার সকালে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সিঙ্গাপুর বাজারসংলগ্ন রোমানের বাড়িতে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। একমাত্র ছেলের নিখোঁজ হওয়ার খবরে বারবার মূর্ছা যাচ্ছেন মা সাবিনা বেগম। ছয় মাসের শিশুকে কোলে নিয়ে নির্বাক বসে আছেন রোমানের স্ত্রী মেহেনাজ। বাড়িজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবারের সদস্যরা জানান, ১০ নভেম্বর লিবিয়া থেকে সাগর পাড়ি দেওয়ার ট্রলারে ওঠার খবর দিয়েছিলেন রোমান। ট্রলারে ওঠার কিছুক্ষণ আগে পরিবারের কাছে পাঠানো হয় তার শেষ ভয়েস মেসেজ- ঠিকঠাক পৌঁছালে ফোন দেব। এরপর থেকেই আর কোনো যোগাযোগ হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় দালাল কুদ্দুসের পক্ষ থেকে জানানো হয়, ট্রলারডুবির ঘটনায় অধিকাংশ যাত্রীই নিখোঁজ হয়েছেন। পরিবারগুলোর অভিযোগ, লিবিয়ায় পৌঁছানোর পর যুবকদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরও দালাল পক্ষ থেকে আরও ১০ লাখ টাকা দাবি করা হয়।
রোমানের মা সাবিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সন্তানকে ফিরিয়ে দাও, ওর শিশুর মুখের দিকে তাকাও।
স্থানীয়রা জানান, একই দালালের মাধ্যমে শিবচর উপজেলার অন্তত অর্ধডজন যুবক ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছেন।
শিবচর থানার ওসি রকিবুল ইসলাম জানান, লিবিয়ায় আটক রেখে নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় সংশ্লিষ্ট দালাল কুদ্দুসকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। নিখোঁজ যুবকদের বিষয়ে তথ্য সংগ্রহ ও আইনি সহায়তা দিতে পুলিশ প্রশাসন ইতোমধ্যে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করছে।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা হয়ে ইউরোপে যাওয়ার ঝুঁকিপূর্ণ সাগরপথে এভাবে শিবচরের তরুণদের নিখোঁজের ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোক ছড়িয়ে পড়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন