তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর সোনাগাজীতে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কৃষকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সমাবেশের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোশারফ হোসেন।
ফেনী জেলা কৃষকদলের আয়োজনে সোনাগাজীতে কৃষক সমাবেশ শনিবার বিকালে সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফেনী জেলা কৃষকদলের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন চেয়ারম্যানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষকদলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ।
বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন ও ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি জান্নাতুল ফেরদাউস মিতা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ চেয়ারম্যান, উপজেলা বিএনপি নেতা সেলিম রেজা, মোজাম্মেল হোসেন মাসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, সদস্য সচিব ইমাম হোসেন পবির, জেলা যুবদলের সাবেক যুগ্মসম্পাদক দাউদুল ইসলাম মিনার, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ, উপজেলা কৃষকদল নেতা শেখ আনোয়ার, নুর করিম, ফেনী পৌর কৃষকদলের আহ্বায়ক খুরশিদ আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্মআহ্বায়ক রফিকুল ইসলাম, পৌর কৃষকদলের সভাপতি আহমেদ করিম তোতা মিয়া প্রমূখ।
কৃষক সমাবেশে কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ওলামা দলের উদ্যোগে ইসলামি জলসা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন