নোয়াখালীর হাতিয়া উপজেলায় কীটনাশক খেয়ে প্রিয়া আক্তার (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মদিনা গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে একই গ্রামের নিজ বাড়িতে ধান খেতের কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে প্রিয়া। পরে রাত ৩টার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রিয়া মদিনা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রিয়া স্থানীয় মক্তবে আরবি পড়ত। কিন্তু সে নিয়মিত লেখাপড়া করত না এবং গৃহস্থালির কোনো কাজেও আগ্রহ দেখাত না। এ নিয়ে দাদি তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে মঙ্গলবার বিকেলে সে ঘরের দরজা বন্ধ করে ধানখেতে ব্যবহৃত কীটনাশক খেয়ে ফেলে।
বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার উপপরিদর্শক আব্দুল বারী বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। দাদির ওপর অভিমান করেই কিশোরী আত্মহত্যা করেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন