নাটোরের বাগাতিপাড়ায় প্রতিপক্ষের হিংসার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার (১০ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চন্দ্রখইর গ্রামে অজ্ঞাত ব্যক্তিরা পুকুরে বিষ দিয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত লিজগ্রহীতারা।
স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের মো. আব্দুল মতিন, সাজদার আলী ও সাদ্দাম হোসেন যৌথভাবে পুকুরটি স্থানীয় নওশের আলী প্রামাণিকের কাছ থেকে লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তারা পুকুরে গিয়ে দেখেন—অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে। পুকুরের পানি বিবর্ণ হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে বিষ মেশানোর চিহ্নও স্পষ্টভাবে দেখা যায়।
ক্ষতিগ্রস্ত লিজগ্রহীতারা জানান, পুকুরটিতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। বিষ প্রয়োগে প্রায় সব মাছ মারা গেছে। এতে তাদের ৬ থেকে ৭ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন