ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ১১:৫০ পিএম
তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বাগেরহাটে মতবিনিময় সভা। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক অঙ্গনে আলোচিত এ কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয় সভায়।

সোমবার (১১ আগস্ট) বিকেলে মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউনিয়নে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের নমিনেশন প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন। প্রধান বক্তা ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক বাবুল।

সভায় আরও বক্তব্য দেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিলন, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খান কেরামত আলীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে বলেও তারা মত দেন।

তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে হলে এই কর্মসূচি মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। এ জন্য তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বক্তারা।

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা ৩১ দফা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধভাবে তা বাস্তবায়নের শপথ নেন।