‘শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫।
আজ সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টাযর দিকে বাগেরহাট জেলা প্রশাসন, বাগেরহাট ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক। পরে একটি র্যালী জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান।
আলোচনা সভায় শিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে আজকের শিশুরাই আগামী দিনের সম্ভাবনা। তাই শিশুদের নিরাপদ পরিবেশ, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন