বরগুনার বেতাগীতে স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের হাতে অবরুদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে বেতাগী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খান বাড়িতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন- বেতাগী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম এবং সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নবীন খান। জানা গেছে, তারা সম্পর্কে ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদা খানম ও নবীন খান বাড়িতে অবস্থান করছেন, এমন তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা বাড়িটি ঘেরাও করে তাদের অবরুদ্ধ করে রাখেন।
পরে পুলিশে খবর দিলে বেতাগী থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে পৌঁছে আদালতের নির্দেশনা অনুযায়ী দুজনকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা গেছে, মাহমুদা খানম ও নবীন খানের বিরুদ্ধে পূর্বে একটি মামলা ছিল। মামলা চলাকালীন তারা আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর আদালতের নির্দেশে পুলিশ এ অভিযান চালায়।
গ্রেপ্তার প্রসঙ্গে বেতাগী থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিকেল ৩টায় আইনি প্রক্রিয়া শেষে তাদের বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, ছাত্রদল ও যুবদলের এ পদক্ষেপ এবং আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের ঘটনা বেতাগীর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় পর্যায়ে উত্তেজনা বিরাজ করছে।




সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন