হোস্টেল দুটির নির্মাণকাজ শেষ হয়েছে পাঁচ বছর আগে। তবে উদ্বোধন না হওয়ায় এখনো হোস্টেলগুলোর কার্যক্রম শুরু হয়নি। ব্যবহার না হওয়ায় প্রায় আড়াই কোটি টাকায় নির্মিত হোস্টেল দুটির আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, লোকবল নিয়োগ হলে শিগগিরই চালু হবে হোস্টেল দুটি। ঘটনাটি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দৃষ্টি প্রতিবন্ধী শিশু হোস্টেলগুলোর।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, ২০১৮ সালে তৎকালীন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের নামে প্রতিষ্ঠিত স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এবং বাবুগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন দুটি দৃষ্টি প্রতিবন্ধী হোস্টেল নির্মাণ করা হয়। আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি হোস্টেলে ২০ শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রয়েছে।
নির্মাণকাজ শেষে ২০২০ সালে ভবন দুটি সমাজকল্যাণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। নির্মাণের পাঁচ বছরেও দৃষ্টি প্রতিবন্ধী হোস্টেলগুলো চালু করা যায়নি। এতে শিক্ষাব্যবস্থা ও প্রশিক্ষণ থেকে সুবিধাবঞ্চিত হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা। পাশাপাশি নষ্ট হচ্ছে হোস্টেল দুটিতে থাকা মূল্যবান আসবাবপত্র।
হোস্টেল দুটি চালু না হওয়ার জন্য লোকবলের অভাব ও ছাত্র জটিলতাকেই প্রধান কারণ বলছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা বলছেন, সরকার প্রতিবন্ধীদের জন্য খুবই আন্তরিক। কিন্তু উপজেলার প্রতিবন্ধীদের জন্য স্থাপিত হোস্টেল বন্ধ থাকায় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীরা। নির্মাণ হওয়ার পরেও চালু না হওয়ায় নষ্ট হচ্ছে মূল্যবান জিনিসপত্র। দ্রুত হোস্টেল দুট চালুর দাবি জানিয়েছেন তারা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘লোকবল সংকটের কারণে এখন পর্যন্ত দৃষ্টি প্রতিবন্ধী হোস্টেল দুটি চালু হচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন