ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

৩ দিন পর ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ১২:০০ পিএম
ছবি- সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে টানা তিন দিন বন্ধ থাকার পর ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ভোলা নদীবন্দরের ট্রাফিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

তিনি জানান, গত মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর থেকে বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে ভোলার ১০টি নৌরুটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। 

আবহাওয়া উন্নতি ও কোনো সতর্ক সংকেত না থাকায় শুক্রবার সকাল থেকে এসব রুটে আবারও স্বাভাবিকভাবে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বন্ধ থাকা নৌরুটগুলোর মধ্যে ছিল- চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন-মনপুরা, দৌলতখান-আলেকজান্ডার এবং ইলিশা-লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটসহ অন্যান্য রুট।

লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।