ভোলার লালমোহনে মো. জহিরকে (২৫) মাদক সেবনের অভিযোগে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এই দণ্ডাদেশ দেন আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজ।
স্থানীয় সূত্রে জানা যায়, জহির ফরাজগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গাইমারা এলাকার মো. কাঞ্চন মিয়ার ছেলে। কাঞ্চন মিয়া ও তার স্ত্রী ছেলেকে মাতলামি করতে দেখে পুলিশকে জানান, জহির নিয়মিত মাদক সেবন করেন। এরপর তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজ জানান, ‘ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন