ভোলা-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোলা-৩ আসনে মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নাম ঘোষণা করেন।
এদিকে ভোলা-৩ আসনে মনোনয়ন পাওয়ায় লালমোহন ও তজুমদ্দিনে দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস দেখা গেছে। এ খবরকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ইতোমধ্যে মেজর হাফিজ উদ্দিনের ছবি সংবলিত সন্তোষ প্রকাশের পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অসংখ্য নেতাকর্মী স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করে ফেসবুকে মতামত দিয়েছেন।
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে ছয়বার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। এ ছাড়া তিনি তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন