বগুড়া জেল কারাগারে মৃত্যুর কোলে ঢলে পড়লেন গাবতলীর আওয়ামী লীগ নেতা এনামুল ইসলাম ভুট্ট (৬০)। নিহত ভুট্ট গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বগুড়া জেলা কারাগারে মঙ্গলবার (১১মার্চ) সকালে বুকের ব্যথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তিনি মৃত্যুবরণ করেন। বগুড়া জেল সুপার ফারুক আহমেদ সত্যতা নিশ্চিত করেছেন।
জেল সুপার আরও জানান, গাবতলী থানায় ভাংচুর ও বিস্ফোরক মামলার আসামি ছিলেন।
গত ২৬ ফেব্রুয়ারি বুধবার গাবতলী পৌর সদর থেকে গ্রেপ্তার করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। মঙ্গলবার সকালে ভুট্ট বুকে ব্যথা অনুভব করলে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে মারা যান।
উল্লেখ, হাসিনা সরকারের পতনের পর গাবতলী উপজেলা বিএনপি`র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা দলের সভাপতি সুরাইয়া জেরিন রনির দায়েরকৃত মামলায় এনামুল ইসলাম ভুট্টকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগেও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনুসহ ৫ জন দলীয় নেতা কারাগারে মারা গেছেন।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন