রাখাইনে ‘মানবিক করিডর’ প্রদানের বিরোধিতা করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সিওয়ারে জড়াতে চায়। বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষের একজন মানুষ হিসেবে বলব, এ ধরনের করিডর দেওয়া উচিত নয়।’
শুক্রবার (২ মে) দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারকে আবারও নির্বাচিত সরকার দাবি করে ফরহাদ মজহার বলেন, ‘এই সরকারকে উৎখাত করার জন্য নির্বাচনের দাবি করা হচ্ছে। এ জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে। ফলে, এই সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব নয়।’
সংস্কার কমিশন গঠনের সমালোচনা করে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের অভিপ্রায় বুঝতে হবে।’
সরকারকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘জনগণের অভিপ্রায় বুঝতে হলে তাদের কাছে যেতে হবে। আমরা আশা করেছিলাম যে, গণ-অভ্যুত্থানের পর আমরা যে সরকার কায়েম করেছি—এই সরকার জনগণের কাছে যাবে। কিন্তু তারা এটা করলেন না।’
তিনি আরও বলেন, ‘তারা (সরকার) উপর থেকে অনেক কমিশন বসিয়ে দিলেন। কমিশনগুলো ঢাকা শহরে বসে বসে আলোচনা করলেন। তারা জনগণকে ডাকেনি, তাদের কথা শোনেনি। যদি জনগণকেই আমরা অস্বীকার করি, তাহলে কী করে নতুন বাংলাদেশ গড়া সম্ভব?’
সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের প্রাসঙ্গিকতা তুলে ধরে ফরহাদ মজদার বলেন, ‘যারা আইন বোঝে, রাজনীতি বোঝে কিন্তু দল বোঝে না, তাদের আমরা গণপরিষদ নির্বাচনে পাঠাব।’
ফরহাদ বলেন, ‘তারা বসে খসড়া গঠনতন্ত্রের বিষয়ে তর্ক-বিতর্কের মাধ্যমে পূর্ণাঙ্গ একটি খসড়া গঠনতন্ত্র পাস করবে। তারপর গণভোট হবে। জনগণ তাতে সম্মতি দিলে তা নতুন গঠনতন্ত্র হিসেবে চূড়ান্ত হবে। সেই নতুন গঠনতন্ত্রের অধীনে নতুন সরকার গঠনের নির্বাচন হবে।’
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, বগুড়া প্রেসক্লাবের সদস্যসচিব সবুর শাহ লোটাস, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস প্রমুখ।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20251101005633.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন