বগুড়ায় ডিবি (জেলা গোয়েন্দা) পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৫ জুলাই) রাত ও রোববার সকালে পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌধুরীপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে শামীম আহম্মেদ এবং শহরের সুলতানগঞ্জ এলাকার মো. হাবিবের ছেলে মো. তাফসির।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, পৃথক দুটি ঘটনায় এই প্রতারকরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল।
ভুক্তভোগী মো. মারুফ ইসলাম জানান, তিনি গোদারপাড়া বাজারের একটি বিকাশ দোকানে পাওনা টাকা তুলতে গেলে শামীম আহম্মেদ নামে এক প্রতারক নিজেকে ডিবি পুলিশের প্রধান পরিচয়ে ফোনে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে জোর করে তার কাছ থেকে ৪৫ হাজার টাকা আদায় করে নেয়।
ঘটনার পর জেলা ডিবি পুলিশ তদন্ত করে রোববার ভোরে গোদারপাড়া এলাকা থেকে শামীম আহম্মেদকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি ওয়াকিটকি সদৃশ মোবাইল ফোন, ইলেকট্রনিক শক মেশিন, ভিজিটিং কার্ডসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
অন্যদিকে, ভুক্তভোগী মেহেদী হাসান সাওনকে ফোনে জানানো হয়, তার নামে একাধিক মামলা রয়েছে। পরিচয় দেয় ‘ডিবি পুলিশের রেজা’। বলা হয়, মামলা থেকে বাঁচতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে। পরে টাকা নিতে সরাসরি দেখা করতে এলে মো. তাফসিরকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তবে তার সঙ্গে থাকা ৪-৫ জন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার হওয়া দুই প্রতারকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :