ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

দুপচাঁচিয়ায় ২৭৭ জন মহিলার মাঝে খাদ্য শস্য বিতরণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৮:৩৭ পিএম
২৭৭ জন মহিলার মাঝে কার্ড ও খাদ্য শস্য বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান। ছবি- রূপালী বাংলাদেশ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় বাস্তবায়িত বিডাব্লিউবি কর্মসূচীর আওতায় দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের ২৭৭ জন মহিলার মাঝে কার্ড ও খাদ্য শস্য বিতরণ করা হয়েছে।

২৭ আগস্ট বুধবার সকালে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইউপি সচিব গোলাম মোস্তফা, হিসাব রক্ষক কনিকা সরকার ও ইউপি সদস্যবৃন্দ।

বিতরণ অনুষ্ঠানে প্রতিজন সুবিধাভোগী মহিলাকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।