ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

চড় মারার ক্ষোভে সহকর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করল রতন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৩:২৭ পিএম
আটক রতন। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ায় চড় মারার ক্ষোভে ক্যাশিয়ার ইকবাল হাসানকে (২৬) হাতুড়ি দিয়ে ১৫ সেকেন্ডে হত্যা করে বিক্রয়কর্মী রতন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাদের রতন এসব কথা বলেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া গোয়েন্দা ডিবি পুলিশের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান এসব তথ্য জানান।

এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে আটক করেন বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আটকের সময় তার কাছে নিহতের মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার দিবাগত রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষে ক্যাশিয়ার ইকবাল হাসান হত্যা করা হয়। পরে সকালে পাম্পের অন্য লোকজন এলে হত্যার বিষয়টি জানাজানি হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানিয়েছে, ফিলিং স্টেশনে বেশ কিছুদিন ধরে তেল চুরি হচ্ছিল। এই তেল চুরির জন্য তাকে দায়ী করে চড় মারে ইকবাল। সেই ক্ষোভ থেকে তাকে হাতুড়ি দিয়ে হত্যানিশ্চিত করার পর গলায় চাকু ও রেন্স দিয়ে  আঘাত করে রতন।

নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে আটক রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রতনকে সোমবার দুপুরে বগুড়া আদালতে হাজির করে তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি ইকবাল বাহারসহ ডিবি পুলিশের কর্মকর্তাবৃন্দ।