ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়ার সাবেক এমপি রিপু ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৭:৩৮ পিএম
সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

দুর্নীতি দমন কমিশনে (দুদক) জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ও তার স্ত্রী জোবাইদা আহসানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ জাকারিয়া এ সংক্রান্ত আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকা অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রাগেবুল আহসান রিপু ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

সাবেক এমপি রাগেবুল আহসান রিপু গত সাত মাস ধরে কারাবন্দি রয়েছেন। তার স্ত্রী জোবাইদা আহসান আত্মগোপনে আছেন।