বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সরকারি কোয়ার্টার থেকে আব্দুল মতিন পিকে (৪০) নামে এক ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ওই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দ্বিতীয় তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আব্দুল মতিন পিকে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বাসিন্দা। প্রায় দুই বছর ধরে গুজিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত ছিলেন।
শিবগঞ্জ সদর ইউনিয়ন (গুজিয়া) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আয়া লাভলী আক্তার বলেন, ‘ফার্মাসিস্ট মতিন পরিবারসহ কেন্দ্রের দ্বিতীয় তলায় থাকতেন। কিছুদিন আগে তার স্ত্রী চাকরির কারণে রাজশাহী চলে যান। সকালে আমি অফিসে এসে দেখি বাসার গেট ভিতর থেকে বন্ধ।’
তিনি আরও বলেন, ‘অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ফোন দিই, কিন্তু ফোনও রিসিভ হচ্ছিল না। পরে বিষয়টি অফিস কর্তৃপক্ষকে জানালে পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে তার মরদেহ উদ্ধার করে।’
নিহতের রান্নার সহকারী আমিরুল ইসলাম বলেন, ‘মতিন ভাই দীর্ঘদিন ধরে হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।’
শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহীন বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা গ্রহণ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছে, অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন