চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস চলন্ত অবস্থায় পাঁচটি বগি রেখে চলে যায়। পরে অবশিষ্ট অংশ নিয়েও ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি এবং ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এসব তথ্য নিশিত করেছেন ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনূর ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান জানান, বিকাল ৫টা ১৫ মিনিটে মহানগর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছাড়ে। আশুগঞ্জ স্টেশনে ঢোকার মুহূর্তে মাঝখানে ট–ও–ঠ বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে পিছনের পাঁচটি বগি আলাদা হয়ে যায় এবং ট্রেনটি সেগুলো ছাড়াই আশুগঞ্জে প্রবেশ করে।
স্টেশনের কাছাকাছি থাকায় ওই পাঁচ বগির যাত্রীরা বাকি বগিগুলোতে উঠে পড়েন। পরে ট্রেনটি ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে। কিন্তু ভৈরবের মেঘনা সেতুতে পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে যায়।
পরে ভৈরব স্টেশনে থাকা কর্ণফুলি এক্সপ্রেসের লোকোমোটিভ গিয়ে ট্রেনটিকে সেতু থেকে উদ্ধার করে ভৈরব স্টেশনে নিয়ে আসে। রাত ৮টার দিকে ট্রেনটি সেখানে পৌঁছায়।
ভৈরব রেলস্টেশনের মাস্টার ইউসুফ হোসেন জানান, আখাউড়া থেকে আরেকটি লোকোমোটিভ রওনা দিয়েছে। সেটি পৌঁছালে মহানগর এক্সপ্রেসকে ঢাকার পথে পাঠানো হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন