ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মোরাদ হোসেন বিদেশে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় ইমিগ্রেশন পুলিশ তার বিরুদ্ধে থাকা বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করে। এরপর বিষয়টি আখাউড়া থানা পুলিশকে জানানো হয়। রাতেই আখাউড়া থানা পুলিশের একটি দল ঢাকার উদ্দেশে রওনা দেয় তাকে আনতে।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মোরাদ হোসেন বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোরাদ হোসেন একসময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন এবং তিনি সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
উল্লেখ, সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।