ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

পাবনায় ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৮:৫৭ এএম
পাবনায় পঞ্চগড়গামী এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত। ছবি - সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে পঞ্চগড়গামী এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সহস্রাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভোরে ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে এর দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটি হঠাৎ থেমে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী নিরাপত্তার জন্য তড়িঘড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন।

দুর্ঘটনার পরপরই ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রেলওয়ে কর্তৃপক্ষ এখনো বগি উদ্ধারে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। এতে ঘণ্টার পর ঘণ্টা ট্রেনবন্দি হয়ে রয়েছেন যাত্রীরা।

দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে শারদীয় দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফেরা অসংখ্য নারী-পুরুষ ও শিশুযাত্রী ছিলেন।

ট্রেনযাত্রী মালিহা বলেন, ‘হঠাৎ বিকট শব্দে ট্রেন থেমে যায়। কিছুক্ষণের মধ্যে জানাজানি হয়, বগি লাইনচ্যুত হয়েছে। ভয় লাগলেও হতাহতের ঘটনা না ঘটায় স্বস্তি পেয়েছি। তবে দুর্ভোগের শেষ নেই।’

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ভোর ৪টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ যাত্রীদের সর্বাত্মক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করছে।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনার কারণ ও উদ্ধার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।