ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

চাঁদপুরের ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৮:৪৯ এএম
ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে ট্রাক চাপায় বেলাল হোসেন (৩৫) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার দোয়াভাংগা-পানিওয়ালা সড়কের লোটরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম বেলাল হোসেন। তিনি উপজেলার রাগৈ গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে দ্রুত গতিতে আসা বালুভর্তি ট্রাক বাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই ব্যাক্তির মৃত্যু হয়। এলাকাবাসী ট্রাকটিকে আটক করে পুলিশে হাতে তুলে দেয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।