ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

বিয়ের আশ্বাসে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৩:৫১ পিএম
মামুন পাটওয়ারী (৪৪) ও মিরাজ পাটওয়ারী (২৪)। ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিয়ের আশ্বাসে প্রেমিকের বাড়িতে এনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের দায়ের করলে, পুলিশ কথিত প্রেমিক মামুন পাটওয়ারী (৪৪)-সহ দুইজনকে গ্রেপ্তার করে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে ফরিদগঞ্জ থানার ওসি রাজীব চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার অন্যজন হলেন- চাঁদপুর শহর ১১ নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মিরাজ পাটওয়ারী (২৪)।

মামলার এজাহার ও ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা যায়, এক বছর আগে রাজধানীতে মামুনের সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয় তার। গত ৫ আগস্ট বিয়ের কথা বলে ওই নারীকে মামুন তার বাড়িতে নিয়ে আসেন। সেখানে তাকে তিনদিন আটকে রেখে প্রেমিক এবং তার অন্য দুই বন্ধু মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

পরে শুক্রবার (৮ আগস্ট) রাতে স্থানীয়রা মামুন ও ওই নারী আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এদিকে শনিবার (৯ আগস্ট)  ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অন্যি আসামি মিরাজ পাটওয়ারীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, ‘সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইজনকে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। অন্য আরেকজনকে আটকের চেষ্টা চলছে।’