চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একজনের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর রাত ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শিংনগর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৬৪-এর সাব-পিলার ৫/১এস এলাকার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই যুবক হলেন মনাকষা ইউনিয়নের পন্ডিতপাড়া এলাকার আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম (২৫) ও মুন্নাপাড়া তারাপুর এলাকার সুলতানের ছেলে সুমন (২৮)।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ভোররাতে ২-৫ জনের একটি দল অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে যায়। এ সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ (৭১ ব্যাটালিয়ন) সদস্যরা গুলি চালায়। এতে সেলিম ও সুমন গুলিবিদ্ধ হন।
পরে তাদের সঙ্গীরা উদ্ধার করে গোপনে সারা দিন রাখার পর বিকেলে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে বিজিবির পক্ষ থেকে শুধু সেলিমের গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শিংনগর বিওপি বিএসএফের দৌলতপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করলে তারা সীমান্ত এলাকায় চোরাকারবারি ধাওয়া করার বিষয়টি স্বীকার করলেও গুলি ছোড়ার কথা অস্বীকার করেছে।
তিনি বলেন, ‘ঘটনার সত্যতা যাচাই করতে গুলিবিদ্ধদের বাড়িতে যোগাযোগ করা হলে পরিবারের সদস্যরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি এবং বিষয়টি এড়িয়ে যান।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন