ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

বাঁশখালীর আ.লীগ নেতা গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ১১:৫৭ পিএম
বাঁশখালীর আ.লীগ নেতা গ্রেপ্তার। ছবি: রূপালী বাংলাদেশ

বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সুলতান উল ওসমান চৌধুরী (৪৫)কে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর পাথরঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে গত ২৫ অক্টোবর নগরীর কোতোয়ালী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলার এজহারভুক্ত আসামি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার মো. আশরাফ বলেন, কোতোয়ালী থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি সুলতান উল ওসমান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।