ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

সীতাকুণ্ডে পাহাড় থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৮:৫৪ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের একটি পাহাড়ি এলাকা থেকে মো. আবুল হোসেন (৬৮) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি এলাকার পাহাড়ে কাঠ কাটতে গিয়ে কয়েকজন শ্রমিক মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, নিহত আবুল হোসেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দেওয়ান নগর এলাকার বাসিন্দা। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।