ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজেকে শেষ করে দিলেন যুবক

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ১১:৫৫ পিএম
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে মফিজ উদ্দীন (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল দেলোয়ারের বড় বাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মফিজ উদ্দীন ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই মফিজ উদ্দীন ও তার স্ত্রী মহিমা বেগমের মধ্যে দাম্পত্য কলহ লেগে ছিল। সোমবার সকালে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর অভিমানে মফিজ উদ্দীন ঘরের মাচায় ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেন।

পরিবারের সদস্যরা দুপুরে খাবার ডাকতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ থেকেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”