ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

যশোর-২ আসনের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ সাবিরা নাজমুল মুন্নি

যশোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১১:০৬ পিএম
সাবিরা নাজমুল মুন্নি। ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবিরা নাজমুল মুন্নি এলাকায় উল্লেখযোগ্য সমর্থন পাচ্ছেন। বিভিন্ন সময়ে তিনি এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে সংযোগ রাখার চেষ্টা করেছেন।

জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সাবিরা নাজমুল মুন্নি বলেন, ‘জনগণ আমাকে বিশ্বাস করলে আমি তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।’ সাবিরা জানিয়েছেন, সুযোগ পেলে তিনি স্থানীয় মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য কাজ করবেন।

সাবিরা নাজমুল মুন্নি অতীতে ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময় স্থানীয় বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং জনসংযোগের মাধ্যমে তিনি এলাকায় পরিচিতি লাভ করেন।

রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘসময় ধরে সক্রিয় থাকার পাশাপাশি সাবিরা নাজমুল মুন্নি বিভিন্ন সময়ে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও স্থানীয় জনগণের সঙ্গে সংযোগ বজায় রেখেছেন। এই কারণে তিনি এলাকায় পরিচিত এবং নির্বাচনি প্রচারণায় সমর্থন পাচ্ছেন।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, সাবিরা নির্বাচিত হলে যশোর-২ আসনের উন্নয়ন ত্বরান্বিত হতে পারে। তার নেতৃত্বে স্থানীয় জনগণ তাদের মৌলিক চাহিদা ও অধিকার অর্জনে সহায়তা পেতে পারেন বলে ধারণা করছেন অনেকেই।