ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

পটিয়ায় সড়ক-শৃঙ্খলায় মোবাইল কোর্টের অভিযান

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৮:২৪ পিএম
পটিয়ায় বাইপাস সংলগ্ন ইন্দ্রপোল এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সড়ক পরিবহণ আইন-২০১৮-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার বাইপাস সংলগ্ন ইন্দ্রপোল এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ রুট পারমিট, হেলমেট না থাকা এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন পরিবহণ চালানোর অভিযোগে দুটি যানবাহন ও দুই ব্যক্তির বিরুদ্ধে মোট চারটি মামলা করা হয়। এতে মোট পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা শেষে রয়া ত্রিপুরা বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অতিরিক্ত ভাড়া রোধ এবং যাত্রীদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক এবং অনুপযুক্ত ড্রাইভিং লাইসেন্সধারীদের কারণে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। ফলে শুধু যাত্রী ও পথচারীই নয়, চালক ও হেলপাররাও দুর্ঘটনার শিকার হচ্ছেন। এই সড়ক-নৈরাজ্য বন্ধে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।’