চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে বঙ্গোপসাগর থেকে ভেসে এসেছে ট্রলারডুবিতে নিখোঁজ দুই জেলের মরদেহ। এখনো খোঁজ মেলেনি বাকি ছয়জনের।
শনিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পতেঙ্গার ১৮ নম্বর ঘাট এলাকায় মরদেহ দুটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা।
নিহতরা হলেন- আজাদ ও ইদ্রিস বলে শনাক্ত করেছেন তাদের সহকর্মীরা।
চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশের ওসি মো. আরিফ জানান, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে এবং শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে।’
ট্রলারডুবির এ ঘটনা ঘটে গত বৃহস্পতিবার। চট্টগ্রামের ফিশারিঘাট এলাকা থেকে ‘আনিকা’ নামের একটি ফিশিং ট্রলার ১৯ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। দুপুর ১২টার পর ট্রলারটি পতেঙ্গা উপকূল অতিক্রম করার সময় পেছন থেকে একটি জাহাজের ধাক্কায় ডুবে যায়।
ডুবির পর স্থানীয় একটি নৌযানে করে ১১ জেলে নিরাপদে তীরে ফিরে এলেও ৮ জন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে আজ দুজনের মরদেহ উদ্ধার হলো।
উদ্ধারকারী দল জানিয়েছে, ‘নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। এখনো নিখোঁজ ছয়জনের স্বজনদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে।’