‘শিক্ষা সকলের অধিকার, নতুন বই পাওয়া সবার প্রয়োজন’—এই স্লোগানকে ধারণ করে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এবারও একটি ব্যতিক্রমী কর্মসূচি উদ্ভোধন করেছে। এর মাধ্যমে শতাধিক এতিম হিফজ শিক্ষার্থীদের হাতে নতুন কোরআন শরীফ তুলে দেওয়া হয়।
সোমবার (১১ আগস্ট) চট্টগ্রাম নগরীর হালিশহরে জামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী সেলিম বিশ্বাস।
অনুষ্ঠানে মুহাম্মদ আবু আবিদ বলেন, ‘আমরা কুরআনের পাখিদের কাছে এসেছি, তাদের খোঁজ খবর নিতে এসেছি। ভাবলাম, প্রতিবছর স্কুলের শিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধ পায়, তাহলে কেন শুধু এতিম হিফজ শিক্ষার্থীরা এই আনন্দ থেকে বঞ্চিত হোক?’
তিনি বলেন, ‘তাই তাদের জন্য নতুন পবিত্র কোরআন শরীফ উপহার হিসেবে এনেছি। আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তে দুই হাজারেরও বেশি এতিম হিফজ শিক্ষার্থীর হাতে নতুন কোরআন তুলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাব।’
প্রধান অতিথি হাজী সেলিম বিশ্বাস বলেন, ‘আজকের এই উদ্যোগ অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। কোরআন শরীফ শুধু একটি বই নয়, এটি জীবন পরিচালনার দিশা। এতিম ও হিফজ শিক্ষার্থীদের হাতে নতুন কোরআন তুলে দিয়ে আপনারা শুধু বই দেননি, তাদের মন ও জীবনে নতুন আলো জ্বালিয়েছেন।
তিনি বলেন, ‘আশা করি দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এই মহৎ কাজের ধারাবাহিকতা বজায় রেখে দেশের প্রত্যেক প্রান্তে আলোর সেতু গড়বে। আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের প্রধান জেলা সমন্বয়ক মুহাম্মদ আবু আদিল, মো: জিহাদুল ইসলাম, এ আর তাইমুন, কামরুল ইসলাম, আখতার হোসেন রাফিদ, হাকিমুল হাসান সাকিব, মেহরাজ উদ্দিন মুহিতসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষ হয় দোয়া ও মোনাজাতের মাধ্যমে, যেখানে এতিম হিফজ শিক্ষার্থীদের সুস্থতা, জ্ঞান ও নৈতিকতার উন্নতি, কোরআনের আলোয় আলোকিত জীবন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন