চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর অফিস প্রাঙ্গণে কয়েকশ কর্মকর্তা-কর্মচারী অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগের গঠিত দুটি তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ এবং তার বাস্তবায়নের রূপরেখা ঘোষণাই চলমান সংকট সমাধানের একমাত্র পথ। তারা অভিযোগ করেন, অযৌক্তিক বরখাস্ত ও বদলির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে।
বক্তারা আরও বলেন, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে- কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ ও বাস্তবায়ন, হয়রানিমূলক বরখাস্তের আদেশ বাতিল, লাইনক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ ও পুনঃপদায়ন এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
অবস্থান কর্মসূচিতে অংশ নেন- এজিএম শাহীন মাহমুদ (আনোয়ারা), জুনিয়র ইঞ্জিনিয়ার নুরুল কবির (আনোয়ারা), এজিএম আনোয়ার হোসেন (লোহাগাড়া), লাইন টেকনিশিয়ান ইকবাল হোসেন ও শাহজাহান (চন্দনাইশ), লাইন টেকনিশিয়ান নুরুল কবির (আনোয়ারা), লাইনম্যান গ্রেড-১ জাহিদ শরীফ (বোয়ালখালী), হালিম সরকার ও সাদ্দাম হোসেন (আনোয়ারা), জুনিয়র ইঞ্জিনিয়ার সামিউল ইসলাম (বাঁশখালী) এবং লাইন টেকনিশিয়ান নাজমুল হোসেন (সাতকানিয়া)।
দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি দুপুর ২টায় শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।