চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক ও হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ পুরান বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিহত চালকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী আবদুর রহমান জানান, কক্সবাজারগামী একটি ট্রাকের সঙ্গে চট্টগ্রামমুখী হানিফ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত ট্রাক চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। অপর একজন ঘটনাস্থলেই মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মতিউর রহমান বলেন, দুর্ঘটনায় ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছেন। তার মরদেহ লোহাগাড়া মা-মনি হাসপাতালে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত যানবাহন মহাসড়ক থেকে সরানো হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।