পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলার খার তেহসিল এলাকার কাউসার ক্রিকেট গ্রাউন্ডে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর খবরে বলা হয়েছে, গতকাল শনিবার এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানান, এটি একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) হামলা ছিল এবং এর লক্ষ্য ছিল সুনির্দিষ্ট।
এই বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান এবং শিশুসহ আরও কয়েকজন আহত হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায় এবং প্রাণ বাঁচাতে মানুষ ছোটাছুটি শুরু করে।
হামলার নেপথ্যে টিটিপি?
এখনো পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা, জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর সঙ্গে জড়িত থাকতে পারে।
পুলিশ আরও জানিয়েছে, ক্রিকেট মাঠে হামলার পর হামলাকারীরা একটি কোয়াডপ্টারের মাধ্যমে স্থানীয় একটি থানাতেও হামলা চালানোর চেষ্টা করেছিল, তবে অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়।
গত জুলাই মাস থেকে পাকিস্তান সেনাবাহিনী বাজৌর জেলায় ‘অপারেশন সরবকাফ’ নামে একটি সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। এই অভিযানের উদ্দেশ্য হলো সীমান্তবর্তী এই এলাকায় জননিরাপত্তা ফিরিয়ে আনা এবং জঙ্গিদের আস্তানা ধ্বংস করা।
সম্প্রতি এই অঞ্চলে টিটিপির কার্যক্রম ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল এবং পুলিশ মনে করছে, তারই প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে।
গত সপ্তাহে একই জেলার লাঘারাই এলাকার একটি থানাতেও হামলা চালানো হয়েছিল, যেখানে এক পুলিশ সদস্যসহ দুজন আহত হন।