৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিন আজ। নির্দেশনা অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত শেষ দিনের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।
গত ২৫ আগস্ট এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রী হলগুলোতে সংশ্লিষ্ট হলের অনাবাসিক এবং অন্যান্য ছাত্রী হলের আবাসিক ও অনাবাসিক প্রার্থীরা ২৬ আগস্ট ২০২৫ থেকে ০৭ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনি প্রচার চালাতে পারবেন।
তাই শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্ম-পরিকল্পনা। সারা দিন প্রচার চলেছে মূলত হলকেন্দ্রিক।
ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান হাজী মুহম্মদ মহসিন হলে তার প্রচার শুরু করেন। তিনি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার পাশাপাশি নারী হেনস্তা রোধে বিশেষ সেল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেন, অতীতের অপরাজনীতির সংস্কৃতি ফেলে সুস্থ ও একতার রাজনৈতিক চর্চা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে নারী কিংবা পুরুষ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে কাউন্ট করাই আমাদের সবচেয়ে বড় টার্গেট হবে। এ সময় নির্বাচিত হলে নারী হেনস্তা রোধে বিশেষ সেল গঠনের কথাও বলেন তিনি।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা নারী ভোটারদের ভোটকেন্দ্রে আনার চ্যালেঞ্জের কথা তুলে ধরেন এবং তাদের ব্যাপক অংশগ্রহণের আশা প্রকাশ করেন।
তিনি বলেন, আমরা আশা করি মেয়েরাও গণহারে ভোট দিতে আসবে। আমরা এ বিষয়টি বেশি করে উৎসাহিত করছি।
আজ প্রচার শেষে হাতে থাকবে মাত্র এক দিন। এরপর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। সব প্রতিকূলতা সত্ত্বেও, শিক্ষার্থীরা এই নির্বাচনি আমেজ উপভোগ করছেন। সবার প্রত্যাশা, এই বহুল প্রতীক্ষিত নির্বাচনটি সুষ্ঠু, সুন্দর এবং দৃষ্টান্তমূলক হবে।