দীর্ঘদিন মাঠের বাইরে থাকার হতাশা কোনো পুরস্কার দিয়ে ভোলার নয়—এমনটাই মনে করেন স্পেনের মিডফিল্ডার ও ম্যানচেস্টার সিটির তারকা রদ্রি। গত মৌসুমে বেশিরভাগ সময় অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে চোটের কারণে খেলার বাইরে ছিলেন তিনি।
এই চোট থেকে সেরে উঠে মাঠে ফেরার তাড়নাটাই তার কাছে এখন সবচেয়ে বড়। তুরস্কে স্পেনের বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে রদ্রি বলেন, ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফেরা ব্যালন ডি'অরের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ।
গত বছর মারাত্মক চোট পাওয়ার এক মাস পরই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অর জেতেন ২৯ বছর বয়সী রদ্রি। অনেকেই মনে করেছিলেন, এই পুরস্কার তার হতাশা কিছুটা হলেও কমাবে।
কিন্তু রদ্রি নিজেই জানান, এমন স্বীকৃতি তার কাছে ততটা স্বস্তি দিতে পারেনি। তিনি বলেন, 'আমি এমন সম্মানে খুশি, কিন্তু এটি আমার কাজে আসে না। আমি শুধু আগের মতো আবার খেলতে চাই এবং ফুটবলকে উপভোগ করতে চাই। এটাই আমার একমাত্র লক্ষ্য।'
এই মৌসুমে রদ্রি ক্লাবের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। এর মধ্যে একটিতে তিনি শুরু থেকে খেলেন, অন্যটিতে বদলি হিসেবে মাঠে নামেন।
স্পেনের হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, 'রদ্রি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি মাঠে আমাদের অনেক কিছু দিতে পারেন।' তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে রদ্রির শুরুর একাদশে থাকার সম্ভাবনাও রয়েছে।