ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রাথমিকে মিড ডে মিল কবে চালু হবে জানাল মন্ত্রণালয়

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০১:৪৫ পিএম
১৫০টি উপজেলায় সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতেই চালু হবে মিড ডে মিল। ছবি -সংগৃহীত

দেশের ১৫০টি উপজেলায় সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতেই প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল (দুপুরের খাবার) চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মিড ডে মিল চালুর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘মিড ডে মিলের কাজ এগোচ্ছে। ১৫০টি উপজেলায় শিগগিরই এটি চালু হবে।’

চলতি বছরের জানুয়ারিতে দেশের ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে তা এখনও কার্যকর হয়নি।

এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘ডিপিপি তৈরি করা হয়েছে, যা আগের বিবিএসের রিপোর্ট অনুযায়ী তৈরি হয়েছিল। এরপর একনেকে উপস্থাপন করার সময় নতুন বিবিএস পরিসংখ্যান প্রকাশিত হয়। জেলাভিত্তিক দরিদ্র অঞ্চলগুলোর হিসাব বদলে গেছে। তাই নতুন তথ্য অনুযায়ী আবার ঠিক করে অনুমোদন নিতে হয়েছে। এজন্য কিছুটা বিলম্ব হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রকিউরমেন্ট ও ট্রেনিংয়ের প্রক্রিয়া ইতোমধ্যেই চলছে। আমরা আশা করি সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

উপদেষ্টা জানান, মিড ডে মিলের মধ্যে ডিম, মৌসুমি ফল, বিস্কুট, দুধসহ মোট পাঁচ ধরনের খাবার অন্তর্ভুক্ত থাকবে।