ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

রাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা

রাবি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০২:৫৬ পিএম
বাঁ থেকে ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির, জিএস নাফিউল জীবন ও এজিএস জাহিন বিশ্বাস এষা। । ছবি -সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান রাকসু নির্বাচনের এই প্যানেল ঘোষণা করেন।

প্যানেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ সভাপতি শেখ নূর উদ্দিন আবীরকে সহসভাপতি (ভিপি), দপ্তর সম্পাদক নাফিউল জীবনকে সাধারণ সম্পাদক (জিএস) এবং জাহিন বিশ্বাস এষাকে সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে।

এ ছাড়াও প্যানেলে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক নার্গিস খাতুন, সহক্রীড়া ও খেলাধুলা সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, সহসাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অথী, মহিলাবিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, মহিলাবিষয়ক সহসম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, তথ্য ও গবেষণা সহসম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী।

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মারুফ হোসেন,  বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক নাইমুল ইসলাম নাঈম, বির্তক ও সাহিত্যবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, বির্তক ও সাহিত্যবিষয়ক সহসম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক এ. আর. রাফি খান, সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ)।

এ ছাড়াও সদস্য পদে রয়েছেন মিনারুল ইসলাম মেঘ, সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও আশরাফুল ইসলাম।

প্যানেল ঘোষণা শেষে ছাত্রদলে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেন, ‘একটি রাজনৈতিক দলের নেতারা যখন আরেকটি দলের ছায়ায় থেকে নিজেদের ক্যারিয়ার গঠনে ব্যস্ত ছিল তখন ছাত্রদলের নেতারা রাজপথে গণতান্ত্রিক রূপান্তরের লড়াইয়ে নিয়োজিত রেখেছিল। সে সময় আমাদের যে নেতারা নির্যাতনের শিকার হয়েছিলেন আমরা তাদের দিয়েই একটা প্যানেল দিয়েছি। কিছু সময়ের ভেতরেই আপনারা দেখবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জয়-জয়কার তৈরি হবে।’

কারা এই আবির-জীবন

ছাত্রদল মনোনীত প্যানেলের সহসভাপতি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার দেশের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। তিনি শাখা ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে আছেন। গত ২০২৩ সালে বিএনপির মিছিলে অংশগ্রহণ করায় নিজ বিভাগের সিনিয়র ও ছাত্রলীগের পদপ্রত্যাশী শাকিবুল হাসান বাকীর হাতে মারধরের শিকার হন আবির।

বর্তমান কমিটির দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন প্যানেল থেকে জিএস পদে লড়বেন। এর আগে তিনি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তিনি ২০২৪ সালের মে মাসে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব ও তাঁর অনুসারীদের দ্বারা নির্যাতনের শিকার হন। ছাত্রলীগ নেতারা ওইদিন নাফিউল ইসলাম ও তাঁর সহপাঠী এক বন্ধুকে মাদার বখ্শ হলের ২১৫ নম্বর কক্ষে তিন ঘণ্টা আটকে রেখে মারধর ও পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বলে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়।