বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ মহড়া চলছে চট্টগ্রামের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) মহড়ার অংশ হিসেবে আকাশ, স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন অনুশীলন অনুষ্ঠিত হয়। এর মধ্যে গুরুতর আহত রোগীকে এক বিমান থেকে অন্য বিমানে স্থানান্তর এবং জরুরি চিকিৎসা সহায়তা প্রদানের কৌশল অনুশীলন করা হয়।
আইএসপিআর জানিয়েছে, এই মহড়া উড্ডয়নকালীন সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জরুরি চিকিৎসা সহায়তায় সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
এ ছাড়াও অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের মাধ্যমে দুর্ঘটনা, প্রতিকূল আবহাওয়া বা যুদ্ধক্ষেত্রে আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং সমন্বিত সহযোগিতার অনুশীলন করা হচ্ছে।
স্থলভাগে যুদ্ধকালীন প্রস্তুতির জন্য কমব্যাট ট্র্যাকিং ও সারভাইভাল এক্সারসাইজ পরিচালিত হচ্ছে। এতে শত্রুর গতিবিধি শনাক্ত, গোপন গতিপথ অনুসরণ, সীমিত সম্পদে বেঁচে থাকা, খাদ্য ও পানি সংগ্রহ, আত্মগোপন এবং শত্রু পরিবেষ্টন থেকে মুক্ত হওয়ার কৌশল শিখছেন অংশগ্রহণকারীরা।
আইএসপিআর আরও জানায়, এই মহড়া দুই দেশের বিমান বাহিনীর সংকটকালীন ও যুদ্ধকালীন অভিযানে একযোগে কাজ করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং ভবিষ্যৎ যৌথ অপারেশনে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন