চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকার একটি পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৬৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল কাদের ভুঁইয়া।
ওসি জানান, সোমবার রাত থেকে মুনিয়াপুকুর পাড়ের পশ্চিমে রেললাইন সংলগ্ন একটি ডোবায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। লোকটির হাত-পা তার দিয়ে বাঁধা ছিল। তার আনুমানিক বয়স ৬০ থেকে ৬৫ বছর হবে। পেশায় একজন ভিক্ষুক। তার সাথে একটি ব্যাগ ও সামান্য কিছু টাকা পাওয়া গেছে।
ঠিক কী কারণে তিনি মারা গেছেন তা খতিয়ে দেখা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

