চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম খলিল বাবু (২৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার (২ জুলাই) দুপুরে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে এই গুলির ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম খলিল বাবু চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন চা বিক্রেতা ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান জানান, দুপুর ১২টার দিকে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন ইব্রাহিম। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিজিবির পক্ষ থেকে মরদেহ ফেরত আনার প্রচেষ্টা চলছে বলেও তিনি জানান।
দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘নিহতের পরিবার জানিয়েছে তিনি গবাদিপশুর ঘাস কাটতে গিয়েছিলেন এবং বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন। তবে এখনো মরদেহ পাওয়া যায়নি, তাই বিস্তারিত নিশ্চিত করে বলা সম্ভব নয়।’
এ বিষয়ে জানার জন্য চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও কোনো উত্তর পাওয়া যায়নি।