ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

বোনের স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১১:০০ এএম
টেকনাফ থানা। ছবি- সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বোনের স্বামীর ছুরিকাঘাতে নুরুল আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। 

সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আলম ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। অভিযুক্ত মো. আব্দুল্লাহ উলুচামারি গ্রামের আব্দু শুক্কুরের ছেলে।

স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন জানান, নিহত নুরুল আলমের ছোট বোন টুম্পার সঙ্গে স্বামী আব্দুল্লাহর পারিবারিক কলহ চলছিল। কয়েক দিন আগে টুম্পা স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। এ ঘটনায় শ্যালকের প্ররোচনা আছে বলে সন্দেহ করেন আব্দুল্লাহ। ওই সন্দেহের জেরে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে নুরুল আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

টেকনাফ  থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।’