কক্সবাজারের উখিয়ার কাটাখাল সীমান্ত থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে পরিচালিত অভিযানে ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সীমান্ত পিলার বিআরএম-১৮ এর কাছ দিয়ে মায়ানমার থেকে বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করবে। খবরের ভিত্তিতে পালংখালী বিওপির আভিযানিক দল কাটাখাল এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
রাত ৮টা ১০ মিনিটের দিকে মায়ানমারের দিক থেকে সাতজন ব্যক্তিকে মাছের ঘেরের রাস্তা হয়ে বেড়িবাঁধের ওপর দিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা চারটি কালো ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে ৪৮টি কাটে মোট ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদক পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো উখিয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন