কক্সবাজারের উখিয়া উপজেলায় লোকালয়ে দলছুট বন্যহাতির বিচরণে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। খাবারের সন্ধানে প্রায় প্রতিদিনই হাতি লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। এতে ফসলের ক্ষতি, গৃহস্থালির জিনিসপত্র নষ্ট হওয়া এবং মানুষের জানমালের হুমকি বাড়ছে।
সোমবার (১৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাহাড়ি এলাকায় পর্যাপ্ত খাদ্যের অভাব দেখা দেওয়ায় বন্যহাতিরা লোকালয়ে প্রবেশ করছে। হঠাৎ রাতের আঁধারে বা ভোরে হাতির তাণ্ডবে মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছে। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।
প্রশাসন ও বনবিভাগের পক্ষ থেকে হাতি প্রতিরোধে সচেতনতা কার্যক্রম চালানো হলেও কার্যকর সমাধান না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, দ্রুত স্থায়ী পদক্ষেপ গ্রহণ করে হাতির আক্রমণ থেকে তাদের জানমাল ও ফসল রক্ষায় ব্যবস্থা নিতে হবে।