মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশি পণ্যসামগ্রী পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট, আলকাতরা, কোমল পানীয় ও ওষুধ সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বুধবার (১৫ অক্টোবর) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখ মঙ্গলবার বিকেল ৫টায় কোস্টগার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক মহেশখালী সদর থানাধীন বড়দিয়া সংলগ্ন লবণের ঘোনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ওই এলাকার লবণের ঘোনায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে প্রায় ১৩ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা সিমেন্ট, ২৩,০৮৮ পিস এনার্জি ড্রিংক্স, ২৮৪ গ্যালন আলকাতরা, ৫০০ বোতল জিও ভিটা সিরাপ এবং ১৩৫ কেজি নাইলন সুতা জব্দ করা হয়।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন