আওয়ামী লীগ সমর্থকদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (০৫ ডিসেম্বর) রাতে কক্সবাজারের বদরখালী এলাকায় অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বদরখালিতে কিছু আওয়ামী লীগের লোক আছে। তাদেরকে বলব এবার দেশের পক্ষে থাকেন। নৌকা তো নাই, এবার একটু কষ্ট করে ধানের শীষে ভোট দেন। তাহলে কিছু উন্নয়নমূলক কাজ হবে।’
তিনি বলেন, ‘যে যেই রাজনৈতিক দলে থাকেন না কেন, দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন। দেশের ভবিষ্যৎকে সামনে রেখে সিদ্ধান্ত নিন।’
এসময় আওয়ামী লীগের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দেশে ‘গণহত্যা’ চালানোর দায় তাদের দল ও নেতৃত্বের। তিনি দাবি করেন, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নেই—এ কথা জনগণকে বুঝাতে হবে।


